মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
এম এইচ ফাহাদ,বিশেষ প্রতিনিধি।। গত দুইদিন আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পুকুরে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তার আতংক না কাটতেই আজ ৫ জানুয়ারী আবার বোরহানউদ্দিন টবগী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আবুল বাজারের পূর্ব পাশে একটি খালে মিললো ভাসমান এক বৃদ্ধর মরদেহ। পরে স্থানীয়রা বোরহানউদ্দিন থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।পরে অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্ত করতে গেলে পরিচয় মিলে বৃদ্ধার। তাহার নাম মো.হানিফ(৭০)। এবিষয়ে পরিবারের পক্ষহতে বৃদ্ধার নাতি মো. নোমান জানান, তিনি দীর্ঘদিন যাবত মানষিক প্রতিবন্ধী রোগে ভুগছিলেন।
তবে ৪জানুয়ারী গতকাল বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি।পরিবারের ধারনা তাকে কেউ হত্যা করেনি। বা তার কোন ব্যাক্তিগত শত্রুতাও নেই বলে জানায় তারা। পরিবারের ধারণা হয়ত খালের পাশে মাথা ঘুরে পরে গিয়ে এই ঘটনা ঘটে। তাছাড়া মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে তাহার গায়ে কোন প্রকার আঘাতের চিহ্ন দেখা যায়নি। বা কোন প্রকার ক্ষত হওয়ার বা হত্যাকাণ্ড আলামত মেলেনি বলেও জানায় বোরহানউদ্দিন থানার পুলিশ প্রশাসন। এদিকে মরদেহটি উদ্ধার কর ময়নাতদন্তের জন্য হিমঘরে পাঠানো হয়েছে।