শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি :
নতুন বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে। একই সময়ে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়। এ বছর জেলায় ২ লক্ষ ৪০ হাজার ৯ শ ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ লক্ষ ৭৭ হাজার ৯ শ ৯৫টি বই বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, সরকারী জুবলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনসহ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকগন।
নতুন বইয়ের উষ্ণ আলিঙ্গন আর ঘ্রানে মুগ্ধ শিক্ষার্থীরা। খেপুপড়া সরকারূ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী নাইমুল নেহাল উৎস জানায়, নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুবই খুশী লাগছে।