বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ আসন্ন দৌলতখান পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও দৌলতখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মােঃ কামাল পারভেজ জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
গত ( ২৯ ডিসেম্বর ) আছরের নামাজের পর দৌলতখান পৌর ৬ নং ওয়ার্ডের মােল্লা বরফ মিলের কাছে এর আয়ােজন করা হয় । ঐসময় দৌলতখানের বিভিন্ন আলেম ওলামায় গণ দোয়া পড়ান । এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও দৌলতখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মােঃ কামাল পারভেজ তিনি বলেন , আমি আমার সাধ্যমতাে এলাকার উন্নয়নে কাজ করতে করার জন্য যথেষ্ট চেষ্টা করবাে । ইনশাআল্লাহ এছাড়া সবসময় মানুষের পাশে থেকেছি । আপনারা আমার জন্য দোয়া করবেনবেশ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে পারি । আপনারা সকলে আমাকে ভােট দিয়ে জয়যুক্ত করবেন এটাই আমার প্রত্যাশা ।
যদি আমি কাউন্সিলর হই তাহলে দৌলতখান পৌর বাসীর আস্থা ভাজন ও ভালােবাসার মানুষ প্রিয় নেতা আলী আজম মুকুল ভাইয়ের সহযােগিতা নিয়ে বেশি বেশি করে মানুষের সেবা করে যেতে পারবাে এবং এলাকার উন্নয়ন করতে পারব । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি , মােঃ খােরশেদ আলম দরবেশ ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য সােহেল মাতব্বর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মােঃ মমিন , উপজেলা ছাত্রলীগ সহ সভপতি , নীরব ফরাজী ছাত্রলীগের সহ – সভাপতি আক্তার সহ সভাপতি বিল্লাল , সাংগঠনিক সম্পাদক রিয়াজ হাওলাদার , পৌর ছাত্রলীগের সভাপতি , মনজুর আলম প্রমুখ উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি দৌলতখান পৌরসভা নির্বাচনের ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে ইতােমধ্যে মােঃ কামাল পারভেজ ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনােনয়ন ফরম সংগ্রহ করেছেন।