শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদে জয়ী জনপ্রতিনিধিরা ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরো জানান, সংসদ সদস্যরা শপথ নেওয়ার আগেই নির্বাচন কমিশনের গেজেট হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে তিনি এসব তথ্য জানান।
শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একাদশ নির্বাচনে মহাজোট ভূমিধস জয় পেয়েছে। এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, মহাজোট মানুষের জোট। শয়তান বা ফেরেশতার জোট নয়। তাই চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আগামী দিনে ভুল-ত্রুটি শুধরে সামনে চলব।