শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে উপলক্ষে, দিনব্যাপী নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে দিবসটি পালন করে ভোলা জেলা আওয়ামী লীগ। বুধবার বিজয় দিবসের প্রথম প্রহরে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ দলের অংগসমূহের নেতাকর্মীরা। পরে সকাল ১১টার শহরের বাংলা স্কুল মোড় সংলগ্ন স্বাধীনতা মঞ্চে এক বিশাল আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে ভোলাবাসি সহ সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান,আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বানিজ্য মন্ত্রী ও সদর আসনের মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।এসময় তিনি তার বক্তব্যে শুরুতে স্বাধীনতা সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তোফায়েল আহমেদ তার বক্তব্য বলেন বঙ্গবন্ধু বাংলার মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। যার নামের সাথে স্বাধীন বাংলাদেশ এর নাম ওতোপ্রোতো ভাবেই জড়িত।তার ভাস্কর্যের বিরোধিতা করে বঙ্গবন্ধুর নাম মানুষের রিদয় থেকে মুছে ফেলা কখনো সম্বব নয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।জাতির জনকের কাংখিত সেই স্বপ্ন পুরুনের লক্ষে কাজ করে যাচ্ছেন তিনি।এসময় তিনি নেতাকর্মীদের যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান। জেলা আওয়ামী লীগের বিজয় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোমিন টুলু সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, সদর উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আ.লীগ সহসভাপতি এডভোকেট আশরাফ হোসেন লাবু, এডভোকেট জুলফিকার আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ। এসময় নেতৃবৃন্দেরা বলেন বঙ্গবন্ধুর একটি আবেগের নাম,বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই ঐ লাল সবুজের পতাকা। সদর উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মো.আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সহ দলের বিভন্ন অংগসংগঠনের যুবলীগ ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।