শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ ১৬ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখ, ৪ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়। প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা,ম্যাচ পরিচলনায় ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। খেলায় লাইনওয়ার শাখা বনাম এসএএফ শাখা পুলিশ লাইন্স ভোলা দুইটি দল অংশগ্রহন করেন এবং লাইনওয়ার শাখা চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,চ্যাম্পিয়ন দল,ও রানারআপ দল এবং খেলা পরিচালনার সাথে সংযুক্ত সকলকে পুরুস্কার তুলে দেন। এসময় অন্যন্যদের মতো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), আরআই পুলিশ লাইন্স সহ জেলা পুলিশ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।