বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দ্যেগে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরু হয় দুপুর ২ঘটিকায় অশ্বিনী কুমার হল চত্বর থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফতি ফয়জুল করিম প্রধান উপদেষ্টা বরিশাল মহানগর ইসলামী আন্দোলন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ইসলামি আন্দোলনের সম্মানিত নায়েবে আমির হজরত মাও: ওবায়দুর রহমান মাহবুব,জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা বরিশাল। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয় এবং প্রত্যেকের বুকে বাংলাদেশের পতাকা ধারন করেন। আলোচনা সভায় অতিথিরা মহান বিজয় দিবসে শহীদের জীবনী ও এই দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং মোনাজাতে দেশবাসীর জন্য শান্তি কামনা করা হয়।