বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীতে তথ্য আপা প্রকল্পের তথ্যকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হাবিবুর রহমান খান এবং তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মীনা পারভীন।
বুধবার বিকেলে পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নে অবস্থিত তথ্য আপা প্রকল্পের তথ্যকেন্দ্র পরিদর্শন করেন অতিথিরা।
জেলা প্রশাসক পটুয়াখালী মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে তথ্যকেন্দ্র পরিদর্শন শেষে অতিথিবৃন্দ ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠকে যোগদান করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান খান, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীনা পারভীন, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়); লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়খালী সদর। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ সহ সুবিধাভোগীগণ।