মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী বাজার সংলগ্ন মোঃ হাবিব তালুকদারের ছমিল থেকে বনবিভাগের সরকারী শিশু গাছের ৯ পিচ গাছ জব্দ করেন পটুয়াখালী বন বিভাগ কর্মকর্তারা।
ঘটনাটি ঘটে অদ্য ৯ ডিসেম্বর সকাল আনুমানিক ১১.৪৫ মিনিটের সময় হাজীখালী বাজার সংলগ্ন হাবিব তালুকদারের ছমিল থেকে। এসময় জব্দ তালিকায় দেখাযায় প্রায় ৪০ কেপি গাছ পাওয়া যায় ।
স্থানীয়সূত্রে ও সরেজমিন অনুসন্ধানে গেলে জনৈক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান , আলমগির হাওলাদার এই এলাকার জামাই বলে কথা, তিনি সরকারি বনবিভাগের অনুমতি ছাড়াই গত ৮ ডিসেম্বর দিনের বেলায় এই গাছ কাটে ফেলেন বলে জানায় স্থানীয়রা।
এছাড়াও যানাযায় বনবিভাগের (কথিত) অসাধু কর্মকর্তার সহযোগীতায় এ ধরনের বেআইনি কার্যকলাপ পূর্বেও একই ধরনের কাজ করেছেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা এমনটা নজীর রয়েছে।
এব্যপারে আলমগীর হাওলাদার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি সভাপতির সাথে আলোচনা করেই গাছ কর্তন করেছি। এবং তিনি আরো বলেন, আমার নিজ সার্থে নয় এলাকার সার্থে কাজটি করেছি। তার কাছে পূনরায় জানতে চাইলে আপনি সরকারী গাছ কেটেছেন এটা ঠীক করেছেন কিনা? প্রশ্নের জবাবে তিনি বলেন,হয়ত ভুল হয়েছে।এছাড়াও বিভিন্ন প্রশ্নের জবাব এড়িয়ে ঘটনাস্থল থেকে চলে যান তিনি।
এবিষয় বন বিভাগের বনপ্রহরী নং ৭৩ গাজী আব্দুল মান্নান মিয়া বলেন,আমি সরেজমিনে গেলে হাবিব তাং ছমিলের ভিতরে সরকারি বন বিভাগের গাছ জব্দ করি। এবং জানতে পারি উক্ত ৯ পিস গাছ কেটেছে আলমগীর হাওলাদার সহ আরো ৪-৫ জন। এরা পূর্বেও বন বিভাগের পটুয়াখালী রেইন্স মাহাবুবকে সাথে নিয়েই বিক্রি করে খাচ্ছে। আমি জব্দকৃত গাছ পটুয়াখালীতে নিয়ে আসি। এছাড়াও মামলার বিষয় জানতে চাইলে তিনি জানায়,আলমগীর সহ আরো চার পাঁচ জন সহ গাছ কাটার মামলা ইতিমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।