বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার উত্তর আউলিয়াপুর গ্রামের (মুচির পুল সংলগ্ন) ওয়াজেদ আলী হাওলাদারের বসত ঘরটি অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে
গতকাল ৬ ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় সংঘটিত ওই অগ্নিকান্ডে তার প্রায় ৮ লাখ টাকা সম্পদহানি ঘটে। জানাযায় ওয়াজেদ আলী হাওলাদার তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।
উক্ত বিষয়ে সরেজমিন অনুসন্ধানে গেলে যানাযায়,গত,৫ ডিসেম্বর মাছ ধরাকে কেন্দ্র করে হতাহতের কান্ড ঘটে,এসময় রনি গুরুতর আহত হলে তাকে পটুয়াখালী ২৫০ শর্য্যা বিশিষ্ট হাসপাতালে এনে ভর্তি করা। পরে উন্নত চিকিৎসার জন্য রুগীকে ঢাকায় রেফার করা হয়। এবিষয় পটুয়াখালী সদর থানায় তিন জনকে আসামী করে একটি রুজু করা হয় যার মামলা নং ৭/৪৭০।
উক্ত মামলায় আসামীরা হলেন,১.হারুন হাওলাদার (২৮) পিতা,ওয়াজেব আলী হাং, ২.হাসিনা বেগম (৩৮) স্বামী, ওয়াজেব আলী, ৩.ওয়াজেব আলী হং পিতা,মৃত্যু, মকরম আলী হাং সর্ব সাং আউলিয়াপুর।
এ ব্যপারে আউলিয়াপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন ভুট্টো শরীফ প্রতিবেদ’কে জানান, প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে রাত ১ টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ডাক-চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পটুয়াখালী শহর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা অক্লান্ত পরিশ্রমে করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । তবে আগুনের সূত্রপাত কোথা থেকে ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।