শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
মোঃ সবুজ আলম ভোলা শহর প্রতিনিধি: ভোলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মুজিব বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ(৪ডিসেম্বর)শুক্রবার বিকেলে ভোলার পৌরসভা চত্বরে জেলা যুবলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়ব মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ্ আলী নেওয়াজ পলাশ, সাংগঠনিক সম্পাদক রবিশ্বর হাওলাদার, জেলা যুবলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লিটন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনির মিয়াজী, পৌর কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম, যুবলীগ নেতা মিজানুর রহমান, হিন্দু-বৈদ্ধ্য-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্ম গ্রহন করেন। এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ স্বপরিবার নিহত হন।