শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি।। ভোলায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামে এক আরোহী নিহত হয়েছে । শুক্রবার দুপুরে ভোলা বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ভোলা চরপেশন সড়কে এ দুর্ঘটনা ঘটে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানায় দুপুরের দিকে ৩ জন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ভোলার উদ্দেশ্য আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ১ আরোহী নিহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রলিটি পুলিশ আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানা যায়।