মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে গত ৩০ শে নভেম্বর ২০ইং তারিখ সকাল আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানার মুদির হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্তির অপরাধে ১, কাকলী ষ্টোর এর মালিক মোঃ জহির (৪৫), পিতা-মৃত ফজলুল করিম সরদার, সাং-মুদিরহাট বাজার, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫, হাজার টাকা, ২, খলিফা ষ্টোর এর মালিক মোঃ নজির গাজী (৪৭) পিতা-মৃত আঃ রশিদ গাজী, সাং-মুদির হাট, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৬, হাজার টাকা এবং ৩, মেসার্স খান এন্টারপ্রাইজ এর মালিক মোঃ জাহাঙ্গির খান (৫৫), পিতা-সেরাজদ্দিন খান, সাং-বাঁশবুনিয়া, মুদিরহাট থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫,হাজার টাকা টাকা সহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২/৫১ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করা হয়।
এব্যপারে পটুয়াখালী জেলার ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী মোঃ রবিউল ইসলাম জানায়, আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।