মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় চার মাস বয়সের একটি মানব ভ্রুন উদ্ধার করেছে পুলিশ । সোমবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের নদীর পাড়ের পরিত্যক্ত জঙ্গলের পাশ থেকে মানব ভ্রুন উদ্ধার করা হয়। তবে তা ছেলে কিংবা মেয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য ভ্রুনটি মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক মো.আসাদ রহমান জানান, সোমবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এ মানব ভ্রুনটি উদ্ধার করা হয়েছে। এটির শারীরিক কাঠামো পরিপূর্ন নয় । ফলে ছেলে না মেয়ে তা বোঝার উপায় ছিল না।