মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‎ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দের ঘন্টা পর বরিশাল – কুয়াকাটা মহাসড়ক ছেড়ে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ অবশেষে বদলি পটুয়াখালীর জেলা প্রশাসক ‎খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায়  নবাগত শিক্ষক-কর্মচারীর যোগদান অনুষ্ঠান কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১ কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান
কুয়াকাটায় পৌরসভা নির্বাচন আ’লীগের মেয়র প্রার্থী বাছায়ে তৃণমূলের ভোট।

কুয়াকাটায় পৌরসভা নির্বাচন আ’লীগের মেয়র প্রার্থী বাছায়ে তৃণমূলের ভোট।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার নির্বাচনকে ঘিরে সাগরপাড়ের জনপদে বইছে ব্যাপক নির্বাচনী উত্তাপ। কে হচ্ছে নৌকার মাঝী। সবার দৃষ্টি এখন সেদিকেই। মেয়র প্রার্থী বাছাইয়ের প্রথম দফায় আওয়ামীলীগের তৃণমূলের ভোট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কুয়াকাটার আবাসিক হোটেল বীচ হ্যাভেন’র হলরুমে ৬৯ জন ডেলিগেট ভোটারের মধ্যে ৬৩ জন ভোটার গোপন ভোটে অংশ নেয়। নৌকা প্রতীক পেতে তৃণমূলের ভোট প্রার্থনা করেছেন ৬ জন সম্ভাব্য মেয়র প্রার্থী। এরা হচ্ছেন কুয়াকাটা বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান হাওলাদার, সহ সভাপতি গাজী ইউসুফ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জী।
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই উপলক্ষে বর্ধিতসভায় পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব এমপি,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিতসভায় অংশ নেয়া পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নে মেয়র প্রার্থীর নাম চূড়ান্তভাবে পেতে ছয়জনের মধ্য থেকে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। সেখান থেকে যাকে মনোনয়ন দিবেন তিনিই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে তিনি  জানিয়েছেন।
স্থানীয় ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর নির্বাচন কমিশেনের ঘোষিত তফসিল অনুযায়ী কুয়াকাটা পৌরসভার সাধারণ নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আট হাজার একশ’ ১১ জন ভোটার অধ্যুষিত কুয়াকাটা পৌরসভার এটি দ্বিতীয় নির্বাচন। ২০১০ সালের সেপ্টেম্বরে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের কুয়াকাটাসহ কয়েকটি গ্রামকে শহর এলাকায় উন্নীত করে বর্তমান সরকার। একই বছরের ডিসেম্বরে কুয়াকাটাকে পৌরসভা ঘোষণা করা হয়। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এ পৌরসভার প্রথম নির্বাচনের পর এটি দ্বিতীয় নির্বাচন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল। এছাড় ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD