শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে লন্ডন প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে জামায়াত-শিবির এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা-আইএসআই নাশকতার কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জামায়াত-শিবির এবং আইএসআই কিছু একটা ঘটাবে বলে আশংকা করছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলন এ আশংকার কথা জানান শামীম ওসমান।
আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা আরো জানান, নির্বাচনকে বন্ধ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে নাশকতার জন্য দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি নারায়ণগঞ্জকেও তারা বেছে নিয়েছে। ২১ আগস্ট হামলার মূল নায়ক আন্তর্জাতিক সন্ত্রাসী তারেক রহমানের সরাসরি নেতৃত্বে পাকিস্তানের আইএসআই-এর নেটওয়ার্ক দেশে নির্বাচন বানচালের একটি প্রক্রিয়া ঘটাবে। খুব দ্রুত সময়ের মধ্যে তারা এ চেষ্টা করবে এবং নারায়ণগঞ্জ-৪ আসন তারই একটি অংশ বলে মনে করেন শামীম ওসমান।
পাকিস্তানের নাগরিকও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আনাগোনা করছে বলে গত চার পাঁচদিন ধরে বিভিন্ন স্থান থেকে তথ্য পাওয়ার দাবি করে শামীম ওসমান বলেন, তাদের একাধিক গোপন বৈঠকও হয়েছে এবং মাদ্রাসার কোমলমতি ছাত্রদের তারা নাশকতার কাজে ব্যবহার করবে।
নির্বাচনের প্রার্থী, আইন শৃঙ্খলা বাহিনী, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা নির্বাচন বানচালকারীদের টার্গেট হতে পারেন বলে আশংকা প্রকাশ করেন তিনি। ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় তার নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে বলেও শামীম ওসমান উল্লেখ করেন।
এ পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাধীনতার পক্ষের সব শক্তিকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই তার আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে একজন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। যার মাধ্যমে নারায়ণগঞ্জে নাশকতার জন্য প্লট তৈরি করার চেষ্টা করা হচ্ছে।’
নারায়ণগঞ্জ-৪ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মনির হোসাইন কাশেমী সম্পর্কে শামীম ওসমান আরো বলেন, ‘নারায়ণগঞ্জে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও তার নেতৃত্বে যুদ্ধাপরাধী শক্তি গোপনে সংগঠিত হচ্ছে। বিলাসবহুল গাড়িতে করে বিদেশি লোকজনের আনাগোনা হচ্ছে।’