শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
মো.সবুজ আলম ॥ ফেসবুকের অপ-ব্যবহার ও ফ্যাক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোলায় তদন্ত টিম গঠন করেছে জেলা প্রশাসন।
ফেসবুকের অপব্যবহার রুখতে এ বিষয়ে আইসিটি মন্ত্রনালয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোলা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ইদানিং কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নামে-বেনামে লিখে সামাজিক পরিস্থিতি উত্তপ্ত করার চেস্টা চলছে। এদের সকলকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত এসব আইডি বন্ধ করে দেয়ার জন্য চিঠি লেখা হবে। একই সাথে ফ্যাক আইডি ব্যবহারকারীকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। এক দিন আগে আলতাজের রহমান কলেজের আইসিটি ভবন উদ্বোধনকালে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, ফেসবুক অপব্যবহারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে এ নিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার পক্ষে একত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম, কোস্টগার্ড অপারেশন অফিসার লেঃ মাহমুদ সাব্বির, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহের, সমাজসেবা উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, নাগরিক কমিটির সহসভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারাবৃন্দ।