শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী যুবলীগ তজুমদ্দিন উপজেলা শাখার নব গঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভোলা জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার ও ২য় বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যুবনেতা আব্দুর রহমান। ভোলা জেলা যুবলীগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ এ কমিটির অনুমোদন প্রদান করেন। আজ ০৮ই নভেম্বর রবিবার তজুমদ্দিন উপজেলা যুবলীগের নতুন কমিটির সভাপতি সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও যুবলীগের প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ। বিএনপি জামাত জোট কর্তৃক জেল জুলুম অত্যাচার নির্যাতনের স্বীকার হওয়া আওয়ামীলীগের দুর্দিনের কর্মী মিশু হাওলাদার ও আব্দুর রহমান কে দল কর্তৃক সঠিক জায়গায় মূল্যায়ণ করায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ও জেলা যুবলীগ নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ ও আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীরা।