সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান বিএনপির দলীয় পরিচয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে হুমকি থানায় জিডি লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সবুজ আকনের নেতৃত্বে সাম্যের খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল বাউফলে এক প্রতারক পুলিশের হাতে আটক তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ
পটুয়াখালীতে নিখোঁজ অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার,গ্রেফতার দুইজন।

পটুয়াখালীতে নিখোঁজ অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার,গ্রেফতার দুইজন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী  জেলা  প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ কচাবুনিয়া এলাকায় রাস্তা সংলগ্ন ধানক্ষেত থেকে অটো চালক আনোয়ার হাওলাদার (৫০) গলাকাটা লাশ উদ্ধার করে দুমকি থানা পুলিশ।

ঘটনাটি ঘটে গত ২ রা নভেম্বর ২০ ইং রাত আনুমানিক  ৯.৩০ মিনিটের সময় থেকে তিনি নিখোঁজ হন। জানাযায়, মৃত্যু ব্যক্তি পেশায় একজন অটো চালক ছিলেন।

উল্লেখ্য, যে, ৩ নভেম্বর ২০ইং তারিখ সকাল ৭:০০ ঘটিকায় গলাচিপা থানাধীন হরিদেবপুর এলাকায় রবিউল সিকদার(২২), পিতা: ইউনুস শিকদার সহযোগী  রাজিব বেপারী(২৫), পিতা: শাহজাহান বেপারী, উভয় সাং-মৌকরণ, থানা ও জেলা: পটুয়াখালী একটি চোরাই অটো বিক্রির চেষ্টাকালে বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি  চৌকস দল তাদের ঘটনাস্থল হতে গ্রেফতার করে।

এসময় অটোরিকশার মালিককে খুঁজতে থাকার এক পর্যায়ে দুমকি থানাধীন পাড়কার্তিকপাশা গ্রামের মোঃ আনোয়ার হাওলাদার অটোরিকশা সহ নিখোঁজ রয়েছে মর্মে জানা যায়। তার ছেলে উক্ত অটোরিকশা ও চোরের কাছে থাকা একটি মোবাইল তার বাবার বলে সনাক্ত করে।

এব্যপারে ভিকটিমের ছেলে মোঃ সাইদুল ইসলাম(২৭) বাদী হয়ে দুমকি থানা একটি মামলা দায়ের করেন।

এবিষয় আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোজানা যায় যে, গত ২নভেম্বর ২০ইং রাত ৯.৩০ ঘটিকায় দুমকি থানাধীন পাগলার মোড় থেকে তারা দুজন অপর সহযোগি মোঃ সবুজ(৩০), পিতা: শানু আকন, সাং-গলাচিপা, জেলা: পটুয়াখালীসহ উদ্ধারকৃত অটো চালক মোঃ আনোয়ার হাওলাদার এর অটোটি দুমকি থানাধীন ধোপারহাট যাওয়ার কথা বলে রিজার্ভ করেন তারা। পাংঙ্গাশিয়া  ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচাবুনিয়া এলাকায় পৌঁছে অটো চালকের চোখে মুখে মলম লাগিয়ে অচেতন করে। পরে রাস্তা সংলগ্ন ধানক্ষেতে নিয়ে গলা কেটে হত্যা করে এবং মৃতদেহ ফেলে তারা দুজন অটো নিয়ে গলাচিপা থানা এলাকার হরিদেবপুরে চলে যায়। অপর সহযোগি সবুজ অন্যত্র পালিয়ে যায়। অটোরিকশাটি বিক্রির এক পর্যায়ে জেলা পুলিশের চৌকস দলের হাতে দুই হোতা গ্রেপ্তার হয়। অটোরিকশাটি উদ্ধার সহ ভিকটিমের ব্যবহৃত সিম্ফনি-L5 মডেলের মোবাইলটি পুলিশ  উদ্ধার করেন।  এছাড়া দুজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানাজায়।

এব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি মেহেদী হাসান এর কাছে বিষয়টি জানতে  চাইলে  তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা  হয়েছে। এবং অন্যদের গ্রেফতারের জোড় তৎপরতা চলছে বলে জানান  তিনি ।

উক্ত, ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD