রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
মোঃ শহিদ ফরাজী মনপুরা প্রতিনিধি। ভোলা ৪ আসনের ( চরফ্যাশন- মনপুরা) সংসদ সদস্য, আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করার জন্যে চারদিনের সফরে চরফ্যাশন আসছেন।
আগামীকাল ২৪ অক্টোবর রোজ শনিবার চরফ্যাশন শুভ আগমন করবেন।
যুব ও ক্রিয়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি’র একান্ত সচিব মোঃ মঞ্জুরুল হোসাইন এর স্বাক্ষরিত এক সফর সূচিতে বলা হয়েছে যে,, এমপি জ্যাকব,,চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, নির্মাণাধীন কাজ পরিদর্শন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ চেক প্রদান ও দুর্গাপূজা পরিদর্শনসহ ৪দিনের সফরে এলাকায় থাকবেন।
৪দিনের সফর সূচির মধ্যে,, ২৪ অক্টোবর রোজ শনিবার সকাল ১০টার সময় আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা,, মরহুম এনামুল হক মাষ্টারের কবর জিয়ারত করবেন।
১১.৩০ মিনিটের সময় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শশীভূষণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিকাল ৪টার সময় নির্মাণাধীন খাসমহল জামে মসজিদের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন এবং সন্ধ্যায় কালিবাড়ি শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করবেন।
২৫ অক্টোবর রোজ রবিবার, সকাল ১০.৩০ মিনিটের সময়,, উপজেলা দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ। বিকাল ৩টার সময় মুজিববর্ষ উপলক্ষে বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে আন্ত-শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
২৬ অক্টোবর রোজ সোমবার, বেলা ১২টায় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের স্থান পরিদর্শন। বিকাল ৩টায় ১কোটি ১০ লাখ টাকা ব্যয়ে কুকরি-মুকরি লঞ্চ ঘাট থেকে বাজার পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
২৭ অক্টোবর ( মঙ্গলবার), সকাল ১০.৩০ মিনিটের সময় ৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে চর কুকরি- মুকরিতে পল্লী বিদ্যুতের সাব স্টেশন’র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিকাল ৪টায় ঢাকা উদ্দেশ্যে রওয়ানা হবেন।