বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন রবিবার (১৮ অক্টোবর)। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাঁকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
৫৭তম জন্মদিন উপলক্ষে স্মৃতিচারন করতে গিয়ে জেলা প্রশাসক পটুয়াখালী মো.মতিউল ইসলাম চৌধুরী বলেন, শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক। শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা।