বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি। উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে মঙ্গলবার সকালে পৌর শহরে সচেতনতা মূলক এক র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হাত ধোয়া প্রদর্শনী ও কর্মসূচীর উদ্ধোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব এমপি। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে ক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান প্রমুখ।