মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১১ অক্টোবর ২০ইং তারিখ বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন বালিয়া তলী এলাকায় অভিযান পরিচালনা করে (সিআর-৭৭৪/১৯) এর ওয়ারেন্টভুক্ত পলাতক জজ মিয়া (৩০), পিতা-আব্দুল খালেক হাওলাদার, সাং-পশ্চিম চিলা, থানা-আমতলী, জেলা-বরগুনাকে গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।
এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,প্রতি নিয়ত আমাদের এ ধরনের অভিযান চলছে ভবিষ্যতে ও আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।