শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, ধর্ষণকারী ও শিশু নির্যাতনকারীদের ক্ষেত্রে স্থানীয়ভাবে কোনো আপস, মীমাংসা বা সালিশ করা যাবে না।
রবিবার দুপুরে ভোলার আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, যারা নারী নির্যাতন, ধর্ষণ বা শিশু নির্যাতন করবে, তাদের ব্যাপারে কোনো সালিশ নাই। কারণ সালিশ করে কিছু টাকা জরিমানা করা, এটা কোনো বিচার হতে পারে না। এ ব্যাপারে কোনো দলমত নাই। যে অপরাধী, সে অপরাধী-ই। আইন মোতাবেক তাদের সাজা ভোগ করতেই হবে।