মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে জাতীয় জন্ম-নিবন্ধন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সরকারের জাতীয় নীতিমালা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ব্যক্তিগত প্রয়োজন যেমন পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিষ্ট্রেশন, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিসহ আরও অসংখ্য সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ অতি গুরুত্বপূর্ণ।
জন্ম নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করতে ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্যে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার, পটুয়খালী সদর, লতিফা জান্নাতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; মো.মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ, কাউন্সিলরগণ, সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।