মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীতে পাঁচ দিনব্যাপী ২৮ তম আইসিটি বেসিক কোর্স সম্পন্ন হয়েছে।
পাঁচ অক্টোবর সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরশাদুল মুকাদ্দিস, নির্বাহী পরিচালক বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুষার কান্তি আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) বরিশাল অঞ্চল।
এর আগে ০১ অক্টোবর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত আইসিটি বেসিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আক্তারুজ্জামান এলটি, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন দিলু, পিআরএস, এলটি ডেপুটি ন্যাশনাল কমিশনার(প্রশিক্ষণ) বাংলাদেশ স্কাউটস। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ,পিএস, পিআরএস, এলটি ডেপুটি ন্যাশনাল কমিশনার বাংলাদেশ স্কাউটস।
জুম অ্যাপস এবং গুগোল ক্লাসরুম এর মাধ্যমে অনুষ্ঠিত আইসিটি বেসিক কোর্সের জন্য বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলার এবং নওগাঁ জেলার মোট৩৩ জন উড ব্যাজ ধারী স্কাউটার এতে অংশ নেয়। পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত হোসেন হিরন গুগোল ক্লাসরুম পরিচালনা করেন এছাড়াও বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের পাঁচজন প্রশিক্ষক কোর্স পরিচালনা করেন।