রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
লালমোহন প্রতিনিধিঃ ভোলা জেলার লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডাওরী বাজার হাই স্কুল সংলগ্ন পশ্চিম পাশে একটি সরকারী খাস জমির বন্ধবস্ত দখলদার জসিম কে বিভিন্ন ভাবে হয়রানী করে হুমকি দিয়ে যাচ্ছে স্থানীয় ক্ষমতাশালী সন্ত্রাসীরা। জসিম বলেন,২০০১ সালের নির্বাচনের পর আমি এই সরকারি খাস জমিটার রায় ও দখল পাই। আমি দীর্ঘ বছর যাবৎ সরকারি নিয়ম মেনে এ জমির ভোগ দখল করে আসছি। এখন এই জমি নিয়ে আমার সাথে আদালতে মামলা লড়ছেন প্রতিপক্ষরা। যদি আমার প্রতিপক্ষরা রায় পায় আমি জমি স্ব ইচ্ছায় ছেড়ে দিবো তবে গত কয়েক দিন আগে অলি উল্লাহ গংরা উক্ত জমিতে নতুন করে জবর দখল করতে আসে এবং আমার বিভিন্ন প্রজাতির গাছ উপরে ফেলে আমি এলার গন্য মান্যদেরকে জানিয়েছি জসিম আরো বলেন,আমার দখলীয় জমি আমার কাছ থেকে জোর করে দখল করার জন্য আমার এলাকার আকবার সদ্দার ও ইকবাল সদ্দার তোফাজ্জল সদ্দার ও অলিউল্ল্যাহ এবং তার ছেলে আঃলতিফ আমাকে বিভিন্ন ভাবে হয়রানী ও হুমকি দিয়ে যাচ্ছে।এবং এ জমি নিয়ে আমাকে ডাওরী বাজারে কয়েক বার মারপিট করেছে। আমি স্থানীয় ভাবে সবাই কে অবগত করেছি। কেউ পয়সালা করেনি। স্থানীয় মহিলা নেত্রী রোসনা বলেন, আমি এ সরকারি খাস জমির বিষয়টি জানি, জসিম অনেক বছর পর্যন্ত সরকারি রায় মেনে ভোগ দখল করিতেছে। এখন স্থানীয় কিছু লোক জমি দখল করার জন্য জসিম কে বিভিন্ন ভাবে হয়রানী করছে। গোপাল মেম্বার বলেন, জমিটা নিয়ে অনেক সরিকের ও ঝামেলা রয়েছে।আমর নিকট উভয় পক্ষ আসলে আমি সঠিক সমাধান করার চেষ্টা করব। পরে কেউ আর হয়রানির শিকার হবে না। অভিযুক্ত আকবার সদ্দার বলেন,এ জমি জমা নিয়ে আমার মামা অলিউল্লা ও জসিমের সাথে মামলা মোকাদ্দমা চলে। আমি জমি ভোগ করি না। আমার মামা অলিউল্লাহর সাথে ঝামেলা।