শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় নদীর বুকে রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ বস্তা খুলতেই ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ’ বরিশালে ছাত্রদলের মিষ্টি বিতরণ, আনন্দ র‌্যালি শেখ হাসিনার মৃত্যুদণ্ডে খুশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন পরিবার কলাপাড়ায় গৃহবধুকে জ/বাই করে হ/ত্যা বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেছে শিক্ষকরা বরিশালে ৩১ দফা দাবিতে ও ধানের শীষের প্রচারণায় আবু নাসের রহমাতুল্লাহ কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী লিমিটেড’র ২১ তম বার্ষিক সাধারণ সভা বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃক ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১ গলাচিপায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন
বরগুনায় নির্বাচনী রাজনীতির রেশ ধরে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

বরগুনায় নির্বাচনী রাজনীতির রেশ ধরে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি :বরগুনা জেলার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের নির্বাচন করাকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম খলিল সজল মোল্লাকে রট দিয়ে পিটিয়ে ও দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে শত্রুরা।
জানা যায়, আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ রসিদ মোল্লার ছেলে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম খলিল সজল মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ শত্রুরা।
আহত খলিল মোল্লার ভাই সেলিম তালুকদার বলেন, আমার ভাই শরীরের আঘাত ও রক্তাক্ত অবস্থায় আমাকে ফোন দেয়।আমি তাকে নিয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করি। তারপর তার কাছ থেকে আমি প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলার ঘটনা জানতে পারি।
আহত সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল সজল মোল্লা বলেন, গোপ খালি পুরানো স্ট্যান্ড থেকে আমার শশুর বাড়ি থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে, সোমবারিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে ঝালাই তবক নামক স্থানে নির্জন জায়গায় একটি অটো ও একটি মোটরসাইকেল এসে আমার গাড়ি সহ আটক করে আমার টাকা ও গাড়িটি নিয়ে যায় ওদের মধ্যে একজন একটি বন্দুক বের করে আমার চোখের উপর আঘাত করলে আমি অজ্ঞান হয়ে মাটিতে পরে যাই।
পরে আমাকে নিয়ে একটি নির্জন বাড়িতে বেঁধে রড দিয়ে বেদম মারধর করে। সেখান থেকে একটি নদীর পারে নিয়ে যায়।যার পাশে রয়েছে জঙ্গল! সেখানে বসে আমাকে বন্দুক ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে উলঙ্গ করে ছবি ও ভিডিও করে আমাকে বলতে বলেন, ‘আমি আর ধর্ষণ করবো না’ আমাকে ছেড়ে দিন’ নিজের জীবন বাঁচাতে আমি ভয়তে ভিডিওতে তাই বলেছি।নির্বাচনে যেন প্রার্থী না হই, বা নির্বাচন কেমনে করি দেখিয়ে দিবে এবং ভিডিও নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আরো দুই লক্ষ টাকা মুক্তি পান করে আমাকে ছেড়ে দেয় তারা। আমি প্রশাসনের সহযোগিতা চাই।
আমি দুই বছর ধরে এলাকায় ব্যানার, পোস্টার ছাড়াও মাঠে গিয়ে ইউপি নির্বাচন করার উদ্দেশ্য কাজ করে যাচ্ছি। এরি এগেনস্টে সাবেক চেয়ারম্যান নুরু হোসেনের স্ত্রী বিপক্ষ ক্যান্ডিডেট যার কারণে আমাকে তার ভাইয়ের ছেলে উঃ গোপখালী গ্রামের আবুল কালাম আজাদ (নয়া) পিতাঃ সালাম তালুকদার, বালিয়াতলী গ্রামের মোঃ কামাল পিতাঃ আজগর আলী , বালিয়াতলী, চরকান্দা গ্রামের মোঃ বসার আকন পিতাঃ মৃত্যুঃ আঃ রসিদ আকন, গোপখালী এলাকার মোঃ আলমগীর পিতাঃ মন্নান হাং, উঃ গোপখালী গ্রামের মোঃ জাহাঙ্গীর পিতাঃ হাকিম হাং, মোঃ মাসুম তালুকদার পিতাঃ সেন্টু তালুকদার সহ-অজ্ঞাত আরো দশ থেকে বার জন সন্ত্রাসীরা আমার উপরে হামলা চালায়।
আমতলী থানার ইনচার্জ বলেন, এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সঠিক তদন্তের মাধ্যমে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD