বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বছরব্যাপী নেওয়া হয়েছে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি তারি ই ধারাবাহিকতায় আজ ২১ সেপ্টেম্বর দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর দিনভর কর্মসূচি বাস্তবায়ন। তালের পিঠা উৎসব, তালের বীজ বপন, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ, বাকেরগঞ্জ উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের অনুকূলে ল্যাপটপ বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসুচি ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ। আজ সকাল ১১ টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি বি. এম. একাডেমি এর আয়োজনে বি. এম. একাডেমি প্রাঙ্গণে তাল বীজ বপন এবং তালের পিঠা উৎসব ২০২০ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জেলা প্রশাসন এর পক্ষ থেকে কলসকাঠি ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকেরগঞ্জ বরিশাল মোঃ আকমল হোসেন খান, সভাপতি কলসকাঠী বি.এম একাডেমি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক কলসকাঠী বি.এম একাডেমী দীপক কুমার পাল, পিআইও বাকেরগঞ্জ মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন অতিথি বৃন্দরাউপস্থিত ছিলেন সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন। পরে সেখানে তিনি তাল পিঠা উৎসব এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরিশেষে স্কুল প্রাঙ্গনে তালের বীজ বপন করেন জেলা প্রশাসক। দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদফতর এর আয়োজনে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। সেখানে আলোচনা সভা শেষে ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বাকেরগঞ্জ মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম, অফিসার ইনচার্য বাকেরগঞ্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহেরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিকে দুপুর ১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ উপজেলা এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। ভূমি সংস্কার বোর্ড কর্তৃক ইউনিয়ন ভূমি অফিসসমূহের অনুকুলে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসা বাকেরগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জসহ ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের মাঝে ১৫টি ল্যাপটপ বিতরণ করেন। পরে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে একটি বকুল ফুলের গাছ রোপন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।