ক্রাইমসিন২৪ : বরিশালের আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের এসকেন্দার মিয়ার কন্যা লাকি বেগমের সাথে পাশ্ববর্তী উজিপুর উপজেলার সাতলা গ্রামের হাবিবুর রহমান মোল্লার সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে। কয়েকদিন পূর্বে স্বামীর বাড়ি থেকে আগৈলঝাড়ার পশ্চিম বাগধা গ্রামের দুলাভাই সোহাগ গাজীর বাড়ি বেড়াতে আসে লাকি বেগম (৩০)। শুক্রবার মধ্যরাতে দুলাভাইর বাড়িতেই লাকি বেগম গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করে।