শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে মাদক বিরোধী অভিযান সফল করার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য মাঠে নেমেছেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম।
গত মঙ্গলবার বিকাল ৪ টায় পটুয়াখালী পৌরসভার তিতাসমোড় বিট পুলিশিং কমিটি আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শেখ বেল্লাল হোসেন, সদর থানার ইনচার্জ আখতার মোর্শেদ, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজল বরন দাস প্রমুখ।
এসময় উঠান বৈঠক শেষে তিতাস মোড় বিট পুলিশিং কার্যালয়ে তিতাস বিট পুলিশিং এর ইনচার্জের চেয়ারে বসে স্থানীয় নারী পুরুষের মৌখিক অভিযোগ শোনেন এবং তা পুলিশ সুপার নিজেই লিপিবদ্ধ করেন,এমনটাই যানাযায়।