শনিবার, ০৫ Jul ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
আজ ০৬ সেপ্টেম্বর তারিখে বরিশাল জেলায় নতুন করে ৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৩০ জন সহ অদ্যাবধি এ জেলায় ৩২৭২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ০৬ সেপ্টেম্বর এ জেলায় করোনা আক্রান্ত ৫২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২৬৯১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ০৬ সেপ্টেম্বর এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ৬৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ০২ জন, গৌরনদী উপজেলার ০২ জন, বানারীপাড়া উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কাউনিয়া এলাকার ০৩ জন, কলেজ এভিনিউ, নুরিয়া স্কুল রোড ও নথুল্লাবাদ এলাকার ০২ জন করে ০৬ জন, ফকিরবাড়ি রোড, সাগরদী, বাজার রোড, ভাটিখানা, সদর রোড, কাঠপট্টি, বান্দ রোড, কালীবাড়ি রোড, জব্বার মিয়া রোড, অক্সফোর্ড মিশন রোড, বটতলা, করিম কুটির প্রত্যেক এলাকার ০১ জন করে ১২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন ইন্টার্ন চিকিৎসক, ০২ জন নার্স, ০১ জন স্টাফসহ মোট ৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১১৫ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ২৩৯৬ জন, উজিরপুর উপজেলায় ১৬১ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৩০ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৫০ জন, হিজলা উপজেলায় ৫১ জন, বানারীপাড়া উপজেলায় ৭৯ জন, মুলাদী উপজেলায় ৭৭ জন, গৌরনদী উপজেলায় ১২০ জন, আগৈলঝাড়া উপজেলায় ৯৩ জন করে মোট ৩২৭২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০৫ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। ০১ জন মৃত্যুবরণ করেছেন।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৫ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ শনাক্ত হওয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন ইন্টার্ন চিকিৎসক, ০২ জন নার্স, ০১ জন স্টাফসহ অদ্যাবধি এ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ৪১৬ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।