শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাগুয়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটুয়াখালীতে ৪টি বিদ্যালয়ে এসএসসি  পরীক্ষায় পাশ করতে পারেনি ১ জনও বাউফলে টানা বৃষ্টিপাতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুর্ভোগে জনজীবন কলাপাড়ায় গোল্ডেন জিপিএ ফাইভ পেল সাংবাদিক পুত্র নূর বরিশাল মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন কলাপাড়ায় উন্নত চিকিৎসা দিতে অসুস্থ সাপের এক্সরে লন্ডনে “ গনতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান শীর্ষক” আলোচনা সভায়: জহির উদ্দিন স্বপন কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা কলাপাড়ায় মসজিদ-মন্দির উন্নয়ন বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড
মুক্তিযেদ্ধা পরিবারকে ঘর দেয়ার কথা বলে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের প্রত্যারনা

মুক্তিযেদ্ধা পরিবারকে ঘর দেয়ার কথা বলে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের প্রত্যারনা

Sharing is caring!

বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারী বরাদ্দের ঘর দেওয়ার কথা বলে সাদা ষ্ট্যাম্পে প্রতিবন্ধি ছেলে ও তার মায়ের সাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সাথে অসহায় মুক্তিযেদ্ধা পরিবারের কাছ থেকে ঘর দেয়া বাবদ চার লক্ষ টাকা দাবি করেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিন রাকুদিয়া এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী বলে অভিযোগ করেন মৃত: বীর মুক্তিযোদ্ধা মোঃ মিলন হওলাদার এর প্রতিবন্ধি ছেলে মোঃ নজরুল ইসলাম হাওলাদার।
শনিবার সকাল ১১টায় বরিশাল নগরের আগরপুর রোড প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। এঘটনায় মৃত: বীর মুক্তিযোদ্ধা মোঃ মিলন হওলাদার এর প্রতিবন্ধি ছেলে মোঃ নজরুল ইসলাম হাওলাদার বাদী হয়ে ১লা সেপ্টেম্বর সাবেক ওই মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী ’র বিরুদ্ধে একটি মামলা দায়ের । যার মামলা নং ৬৮।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মোঃ নজরুল ইসলাম হাওলাদার বলেন , চলতি বছরের ২৯ জুলাই মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর দেওয়ার কথা বলে তাকে ও তার মা ৭০ বছর বয়সি বৃদ্ধা মনোয়ারা বেগমকে ডেকে নেয় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী। এসময় তাপসী তার সরকারি কোয়াটারে বসে প্রতিবন্ধি ও তার মায়ের একশ টাকার দুটি সাদা ষ্ট্যাম্পে সাক্ষর নেয়।
এই ঘটনার পরে তারা স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারে মুক্তিযোদ্ধাদের ঘর পেতে কোন ষ্ট্যাম্পে সাক্ষর লাগেনা। পরে তারা ওই সাক্ষরকৃত ষ্ট্যাম্প ফেরত চাইলে ষ্ট্যাম্প না দিয়ে বরং আরো চার লক্ষ টাতকা দাবি করে। দবিকৃত টাকা না দিলে ভুক্তভোগীদের বরিশালের উজিরপুরের কালির বাজিার নামক স্থানে থাকা জমি অন্যের কাছে বিক্রি করে টাকা নিবে বলে হুমকী প্রদান করে। পরে তারা ষ্ট্যাম্প ফেরত চেয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় রাকুদিয়া এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী’র স্বামী মনিরুজ্জামান মনির হাওলাদারকে ৪নং স্বাক্ষি রাখা হয়েছে। অভিযুকত তাপসীর বিরুদ্ধে এলাকায় আরো একাধিক অভিযোগ রয়েছে বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সন্তান মোঃ নজরুল ইসলাম হাওলাদার আরো বলেন, আমাদের উজিরপুরের কালির বাজার এলাকায় থাকা সামান্য কিছু সম্পত্তি আত্মসাৎ করার লক্ষে সাবেক এই মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যারনা ফাদ তৈরী করেন। তিনি বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকী দিয়ে ওই জমি বিক্রি করতে চাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি জমির বিক্রির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই জমি বিক্রি করে দিলে আমরা পথে বসে যাবো।
এবিষয়ে ওই এলাকার মুক্তিযোদ্ধা সার্জেন্ট জাহাঙ্গির জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ওর বাবা একজন মুক্তিযোদ্ধ ছিলেন। তারা নিয়মিত ভাতাও পাচ্ছেন। এই ঘটনাটি একটি দুখঃজনক ঘটনা। আমরা মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছি। আমরাও এর ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে রাকুদিয়া এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী’র সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD