সোমবার, ০৭ Jul ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকের নির্যাতনের শিকার ছাত্রী

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকের নির্যাতনের শিকার ছাত্রী

Sharing is caring!

মো. নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আরামবাগ এলাকার ইউনুছিয়া কারিমিয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসায় জান্নাতুল ফেরদোসী নামের এগারো বছরের এক শিশুকে নির্যাতন করে হাতের কুনুইর হাড় ভেঙ্গে ১৩ দিন অন্তরীণ করে রাখার অভিযোগ ওঠেছে। এছাড়াও নির্যাতনের অন্তরীণের সময়ও ওই ১৩ দিন কোন চিকিৎসা বা পরিবারের কারো সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরিবারের কারো সাথে এ নির্যাতনের কথা বলা হলে আরো নির্যাতনের ভয় দেখানো হয়। অসুস্থ শিশু জান্নাতুল বর্তমানে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। নির্যাতনের শিকার শিশুটির মা হাসিনুর বেগম জানান, গত ফাল্গুন মাসে গলাচিপা পৌরসভার আরামবাগ এলাকার মাওলানা মাসুদুর রহমান পরিচালিত ইউনুছিয়া কারিমিয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসায় কোরআন পড়ার জন্য ভর্তি করায়। গত ১৭ দিন আগে জান্নাতুল কোরআন পড়া মুখস্ত পড়া না পারায় পরিচালক মাসুদ হুজুরের স্ত্রী (তার নাম জানেন না) জান্নাতকে লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করে। এর পর জান্নাতকে পরিবারের কারো সাথে কোন ধরণের যোগাযোগ করতে দেয়নি। এমনকি এই নির্যাতনের বিষয় কারো কাছে বললে আরো নির্যাতনের ভয় দেখানো হয়। দীর্ঘ ১৩ দিন মেয়ের সাথে কথা না বলতে পেরে জান্নাতের ভাই নাঈম বোনকে দেখতে আসে। ভাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে জানায়, তার (জান্নাতের) হাত ব্যাথা করছে এবং ফুলে রয়েছে। নাঈম বাড়ি এসে মাকে খবর দিয়ে বোনকে উদ্ধার করে ৩০ আগস্ট প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা এক আত্মীয়ের বাড়ি রাখে। সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরের দিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয় জান্নাতের মা হাসিনুর বেগম বলেন, আমার মেয়ের কথা মাসুদ হুজুরের কাছে জানতে চাইলে বারবার কয়-আমি বাজারে অথবা বাইরে। কিন্তু মাইয়ার লগে কতা কইতে দেয় নাই। মাইয়া উদ্ধার করার পর হুজুরের কাছে ফোন দেই-জান্নাতের হাতে কি হইছে? আমারে ফোনে কয়-ঘুমের মধ্যে ব্যথা পাইছে।’ এ বিষয় জান্নাত বলে, ‘আমি পড়া মুখস্ত দিতে পারি নাই। মাসুদ হুজুরের বউ (নাম জানা নাই) আমারে লাঠি দিয়া পিটাইয়া হাতে ব্যাথা দিছে। রাইতে ব্যাথার কতা কইলে আমারে ডর দেহাইয়া কইছে, এই কতা কেউর ধারে কইলে আবার মারমু।’ এ বিষয় জানতে চাইলে ইউনুছিয়া কারিমা মহিলা হাফিজিয়া মাদ্রাসায় পরিচালক ও শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বলেন, মহিলা মাদ্রাসার সকল শিক্ষিকারা পর্দানশীল। অন্য পুরুষের সাথে কথা বলবে না। আর জান্নাতকে নির্যাতন করা হয়নি। আমি জান্নাতের হাতের ব্যাথার কথা দুদিন আগে জানতে পেরে প্যারাসিটামল ওষুধ দিয়েছি। পরিবারের কাছে খবর দিয়েছি।’ তার কাছে মহিলা শিক্ষিকা বা তার স্ত্রীর নাম বলতে চাইলে কৌশলে তা এড়িয়ে যান।’ গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মহিউদ্দিন বলেন, জান্নাতের বা হাতের কুনুইর হাড় ভেঙ্গে গেছে। চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’একদিন পর রুগীর শারীরিক অবস্থা বলা যাবে।’ এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমার আগে জানাছিল না। হাসপাতালে পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD