শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি,। পটুয়াখালীতে তথ্য অধিকার ও পরিবেশ উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্ভোধন হয়েছে।
মঙ্গলবার সকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা পরিষদ পটুয়াখালী সদর আয়োজিত, উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো.গোলাম সরোয়ার, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর। উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ মো.সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী সদর, লতিফা জান্নাতি এবং উপজেলা পরিষদ পটুয়াখালী সদর ভাইস-চেয়ারম্যান সোহানা হোসেন।
অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সচিবগণ অংশগ্রহণ করেন। ০১ এবং ০২ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে আয়োজোকগণ জানিয়েছেন।