শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি,৩০আগস্ট।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে আট টার দিকে স্থানীয় ও পর্যটকরা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত থেকে এ লাশটি দেখতে পায়। মহিপুর থানা পুলিশ খবর পেয়ে ওই রাতে ঘটনাস্থলে গিয়ে ওই লাশটি উদ্ধার করে। তবে লাশের নাম ঠিকানা সনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ধারনা, লাশটি বেশ কিছুদিন আগে সমুদ্রের অস্বভিক জোয়ারের পানিতে ভেসে কুয়াকাটা সৈকতে এসে বালিয়ারির আটকা পরে।
মহিপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কুয়াকাটা সৈকত থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি বলে তিনি জানিয়েছে।