বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
নেইমার: অ্যাসিস্টের ‘নতুন রাজা’

নেইমার: অ্যাসিস্টের ‘নতুন রাজা’

Sharing is caring!

অনলাইন ডেক্স :পুরো মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি, কিন্তু এবারের চ্যাম্পিয়নস লিগটা নেইমারেরই প্রাপ্য। চলতি আসরের নকআউট পর্ব থেকেই অসাধারণ খেলছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তার নেতৃত্বেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে পিএসজি।

আসরের শেষ ষোলোর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২ গোল করেছিলেন নেইমার। এরপর আলাতান্তা ম্যাচে শেষ মুহূর্তে সমতা ফেরানো গোলে অ্যাসিস্ট করেছিলেন। শেষ ৩ মিনিটের ঝড়ে জয় তুলে নেওয়া ম্যাচে এরিক ম্যাক্সিম চুপো-মোতিংয়ের গোলটির উৎসও ছিলেন তিনি। তার ডিফেন্সচেরা পাস ধরেই চুপো মোতিংকে গোল করার সুযোগ করে দেন এমবাপ্পে।

সর্বশেষ আরবি লিপজিগের বিপক্ষে সেমিফাইনালে প্রতিপক্ষের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান নেইমার। ওই ম্যাচে দুইবার গোল করার সুযোগ হাতছাড়া হয় তার। দু’বারই বল বারে লেগে প্রতিহত হয়। তবে ম্যাচে একটি গোলের অ্যাসিস্ট আসে তার পা থেকেই, আর সেটিও দেখার মতো অ্যাসিস্ট। ব্যাকহিলের আলতো ছোঁয়ায় প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে দি মারিয়ার পায়ে এমনভাবে বল পৌঁছে দেন যা থেকে অতি সহজেই লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

সবমিলিয়ে আসরের সেরা খেলোয়াড় হিসেবে তার নাম উচ্চারিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

সত্যি বলতে, ২০১৩ সালের গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই ইউরোপীয় পর্যায়ে ভালো করে আসছেন নেইমার। ক্যাম্প ন্যুয়ে নিজের দ্বিতীয় মৌসুমেই (২০১৪-১৫) ইউরোপ সেরার মুকুট জেতার স্বাদ পান তিনি। সেবার ১০ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও হন এই ব্রাজিলিয়ান।

২০১৫ সালে বার্লিনের ফাইনালে নেইমারের গোল কিংবা পিএসজির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে পাওয়া জয়ে তার অবদানের কথা ফুটবলভক্তরা সারাজীবন মনে রাখবে। তবে চ্যাম্পিয়নস লিগের নেইমার এর চেয়েও বেশি কিছু।

৫৯ ম্যাচ খেলে এখন পর্যন্ত নেইমারের গোলসংখ্যা ৩৫টি। একবার শিরোপাও জিতেছেন। এক আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ২০১৬/১৭ মৌসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন। ২৮বার সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন।

যে কারণে নেইমার অ্যাসিস্টের ‘নতুন রাজা’
ইউরোপীয় পর্যায়ে প্রথম পা দেওয়ার পর থেকে অ্যাসিস্টের বিচারে সবার চেয়ে এগিয়ে নেইমার। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত তার চেয়ে বেশি অ্যাসিস্ট করার কীর্তি নেই আর কারো। সর্বশেষ আলাতান্তা এবং লিপজিগ ম্যাচে যা করেছেন তিনি, তাতে তার প্রতিযোগিরা আরও পিছিয়ে গেছে। তার সবচেয়ে কাছাকাছি আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

জুভেন্টাসের পর্তুগিজ স্ট্রাইকার রিয়াল ও তুরিনের বুড়িদের হয়ে ২৫ বার সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। কিন্তু আসল পার্থক্য আরও বেশি। কারণ একই সময়ে রোনালদো চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ৭৮ ম্যাচ, নেইমারের চেয়ে যা ১৯ ম্যাচ বেশি।

২০১৩/১৪ মৌসুম থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে সতীর্থদের দিয়ে গোল করানোয় এগিয়ে আছেন যারা

১. নেইমার- ২৮টি
২. রোনালদো- ২৫
৩. আনহেল দি মারিয়া- ২০
৪. লিওনেল মেসি- ১৭
৫. জেমস মিলনার- ১৫
৬. মার্সেলো- ১৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD