সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
ভয়াল ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ২০০৪ সনের ২১ শে আগষ্ট জামাত-বিএনপি জোট সরকারের পরিকল্পনায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমান,খালেদা জিয়া হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যার এই পরিকল্পনা করেছিলেন। গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছে। এই গ্রেনেড হামলায় অল্পের জন্যে বেঁচে যায় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ অসংখ্য নেতাকর্মী। যাদের শরীরে এখনও সেই গ্রেনেডের স্প্রিন্টার বহন করে বেঁচে থাকতে হচ্ছে। এসময় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দেবনাথ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল দেওয়ান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।