বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন শেষে ৬. ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন আওয়ামী নেতৃবৃন্দ। এছাড়া কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে, উপজেলা প্রশাসন ও পৌরসভা, আয়োজনে শেখ কামাল স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। এসময় পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।