সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
কলাপাড়ায়(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়া উপজেলা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখারী-৪ আসনের মহাজোট প্রর্থী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। শুক্রবার সকাল দশটায় জমিয়াতুল মোদারেছিন’র আয়োজনে নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর আলীম মাদ্রাসার সুপার আবদুর রবের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিআইপি মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য ইয়ামিন আহম্মেদসহ বিভিন্ন মাদ্রাসার প্রধানরা। এ সময় উপজেলার সকল মাদ্রাসার সুপার, শিক্ষকমন্ডলীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।