শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি-জামায়াত) মনে করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করবে অথবা পয়সা দিয়ে কিনে ফেলবে। লন্ডন থেকে একটা ক্রিমিনাল এগুলো করে।
তিনি বলেন, তবে আমার আত্মবিশ্বাস আছে, আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। বাংলাদেশ পুলিশ এগুলো মোকাবেলা করতে পারবে। তারা এখন আগের চেয়ে দক্ষ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন
প্রধানমন্ত্রী। এদিন নির্বাচনকে সামনে রেখে পুলিশের ১৫ জন সাবেক
মহাপরিদর্শকসহ (আইজিপি) ৮৮ জন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সাবেক পুলিশ কর্মকর্তা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও শেখ হাসিনা সরকারের
সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গণভবনে যান।
সংহতি
প্রকাশকারীদের মধ্যে সাবেক আইজিপি ছাড়াও অন্যান্য অবসরপ্রাপ্ত
কর্মকর্তাদের মধ্যে পিএসপি অফিসার একজন, সাবেক অ্যাডিশনাল আইজিপি ১৯ জন,
ডিআইজি ২৪ জন, অ্যাডিশনাল ডিআইজি ৩ জন, এআইজি ও পুলিশ সুপার ১১ জন এবং
অতিরক্তি পুলিশ সুপার ১৫ জন ছিলেন।