মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স :রিংয়ে ‘কামালা’ নামে পরিচিত সাবেক ডব্লিউডব্লিউই রেসলার জেমস হ্যারিস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
রেসলিং কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন।
ডব্লিউডব্লিউই’র ওয়েবসাইট অনুসারে কামালার ডব্লিউডব্লিউএফে অভিষেক হয় ১৯৮৪ সালে। দুই দশকের ক্যারিয়ারে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা ও ৩৮০ পাউন্ড ওজনের এই রেসলার অনেক রেসলিং সুপারস্টারদের বিপক্ষে লড়েছেন। তার মধ্যে আছেন হাল্ক হোগান, দ্য আন্ডারটেকার এবং আন্দ্রে দ্য জায়ান্ট।
মুখে ভয়ঙ্কর রঙিন আঁকিবুঁকি এবং শারীরিক ক্ষিপ্রতার জন্য পরিচিত ছিলেন কামালা।