সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিডিওকনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা, এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সভাপতিত্বে করেন ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য; মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর। সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, পটুয়াখালী; জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; উপকারভোগীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মােঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী।
অনুষ্ঠানে বক্তাগণ শ্রদ্ধাভরে স্মরণ করেন বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে অনুপ্রেরণাদাত্রী, জাতির পিতার আমৃত্যু সঙ্গী, বাংলার মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে। অনুষ্ঠানের শেষ পর্বে উপকারভোগীগণের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।