সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার -৩ কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)’র কমিটি গঠন নামের কারণেই বগুড়া ১৬ বছর বৈষম্যের শিকার: সারজিস কলাপাড়ায় পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ বাউফলে ইমাম সমিতির উদ্যোগে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ কলাপাড়ায় ৫নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ পটুয়াখালী ও বাউফলে আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনার অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কলাপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কলাপাড়ায় ডাকাত দলের ৬ সদস্য আটক মৎস্যজীবী দলের দোয়া মুনাজাত বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বাউফলে আগষ্টের গনঅভ্যুত্থানে নিহত শহীদদের উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় তারেক রহমান’র মুক্তির খবরে আনন্দ মিছিল কলাপাড়ায় উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার
বরিশালে প্রশাসনে পক্ষপাততুষ্টদের অপসারণের দাবী সরওয়ারের

বরিশালে প্রশাসনে পক্ষপাততুষ্টদের অপসারণের দাবী সরওয়ারের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব ও বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার বলেছেন, জনগন ক্ষমতাসীন সরকারের দুঃশাসনে অতিষ্ঠ। গনতন্ত্র আজ অবরুদ্ধ। এ রকম এক পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে সারাদেশের ন্যায় বরিশালেও ধানের শীষের জোয়ার উঠেছে। কিন্ত অত্যান্ত দুঃখের বিষয় বর্তমান ক্ষমতাসীন সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের প্রতক্ষ সহযোগীতায় পুলিশ প্রশাসনের মাধ্যমে সারাদেশের ন্যায় আমার নির্বাচনী এলাকায় ধানের শীষ সমর্থকসহ দলীয় নেতা কর্মীদের গনহারে গ্রেফতার করছে। কোন ওয়ারেন্ট ছাড়াই নেতা-কর্মীদের বাসায় বাসায় তল্লাশী চালাচ্ছে, ভয়ভীতি হুমকি প্রদর্শন করছে। 

বৃহষ্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের কাউনিয়ায় নিজ বাসভবনে  এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় বিএনপির প্রার্থী সরওয়ার আরো বলেন, গতকাল হাতেম আলী কলেজ এলাকায় আমার সহধর্মীনী সৈয়দা নাসিমা সরওয়ার মহিলা দল ও সেচ্ছাসেবক দলের নেতা- কর্মীদের নিয়ে গনসংযোগ করতে যান। গনসংযোগকালে বিনা কারণে তাকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ এবং সেইসময়ই সেখান থেকে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনসহ ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেন। এরআগে রাতে বাসা থেকে মহানগর বিএনপির সহ-সভাপতি আহসান কবির হাসান এবং দিনের বেলা দলীয় কার্যালয় সংলগ্ন এলাকা থেকে বিএনপি নেতা মন্টুখান সহ অনেককে গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, গত পরশু রাত থেকে ‍কোন ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গনগ্রেফতার শুরু করেছে।  তাও আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে।  সেই রাত থেকে এ পর্যন্ত ধানের শীষ প্রতীকের ২৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।  আবার জামায়াত কোন কার্যক্রমে না থাকলেও তাদের ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।  বরিশাল মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ৪ টি মামলা হয়েছে।  যার তিনটি ঘটনা দেখিয়ে আর একটি গায়েবি মামলা।

কেন্দ্রীয় বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, সিটি করপোরেশনের ৩০ টি ওয়ার্ডসহ সদর উপজেলার ১০ টি ইউনিয়নে ধানের শীষের সমর্থক দলীয় নেতা-কর্মীদেরগত ৩ দিন যাবৎ কোন পারোয়ানা ব্যতিরেকেই গণগ্রেতারসহ মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।  যা এখনো অব্যাহত আছে।  এতে মানুষের মাঝে সংশয় দেখা দিয়েছে।  এ বিষয়ে এরইমধ্যে আমরা নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। পাশাপাশি নিজ দল ও ঐক্যফ্রন্টের নেতাদের অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এমতাবস্থায় নির্বাচনের নিরপেক্ষতা স্পষ্টভাবেই প্রশ্নবিদ্ধ।  নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু নেই।  এমন অবস্থা অব্যাহত থাকলে, নির্বাচনে আমার দলীয় নেতা-কর্মীরা আটক থাকলে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই।  পাশাপাশি বরিশালে প্রশাসনে পক্ষপাততুষ্টদের অপসারণ না করা হলে সুষ্ঠু নির্বাচন আশা করাও যাবে না।

তিনি বলেন, এ অবস্থায় তাই আমি নির্বাচন কমিশনের কাছে গ্রেফতারকৃত নিরপরাধ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অবিলম্বে মুক্তি দাবী করছি।  পাশাপাশি নির্বাচনে আমার কর্মী সমর্থকরা যাতে নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে তার সুষ্ঠু পরিবেশ তৈরিতে প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালনের আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দীন ফরহাদ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD