রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:গত শনিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। দেশে ফিরে আপাতত সেলফ আইসোলেশনে আছেন দেশসেরা এই ওপেনার। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
জানা যায়, লন্ডনে গত কয়েক দিনে অনেকগুলো পরীক্ষা করিয়েছেন তামিম। পরীক্ষার রিপোর্ট পেতে আরো কিছুদিন লাগবে। তাই দেশে ফিরে এসেছেন তিনি। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে, বাংলাদেশ অধিনায়কের শারীরিক অবস্থা।
তামিমের ব্যাপারে ডা. দেবাশীষ গণমাধ্যমকে বলেন, ‘তামিম দেশে ফিরে আসার পর তাঁর সঙ্গে আমার খুব অল্প সময় আলোচনা হয়েছিল। আমি এখনো তার রিপোর্টের দিকে তাকিয়ে আছি। আপাতত সরকারের নিয়ম অনুযায়ী সেলফ আইসোলেশনে আছে সে।’
উন্নত চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তামিম। যাওয়ার আগে জানিয়েছিলেন, তিন মাস আগে থেকে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। কিন্তু দেশে চিকিৎসা নিয়ে কোনো রোগ ধরা পড়ছিল না তাঁর। তাই দেশের বাইরে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন।
উন্নত চিকিৎসার জন্য তামিম প্রথমে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যাওয়ার কথা চিন্তা করেন। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশগুলোতে যাওয়া এখন খুব কঠিন হয়ে পড়েছে। এরপর লন্ডনের এক চিকিৎসকের সঙ্গে ভিডিওকলে পরামর্শ নেওয়ার পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ানডে অধিনায়ক।