বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসির কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ পটুয়াখালীতে আজ ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পালিত হচ্ছে কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির জন্য ইফতার কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান কুয়াকাটায় ১০ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি সভাপতির দুই ছেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত বাউফলে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রচারে মাশরাফি ও ফরিদের স্ত্রী

প্রচারে মাশরাফি ও ফরিদের স্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নড়াইল-২ আসনে (নড়াইল-লোহাগড়া) নৌকার প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন তাঁর পরিবারের সদস্যরা। মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোটারদের কাছে ভোট চাইছেন। অন্যদিকে মাশরাফির মা-বাবা, আত্মীয়-স্বজনসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা সরাসরি মাঠে গিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ আসনে মাশরাফির মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটভুক্ত ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. এ জেড এম ফরিদুজ্জামান। তাঁর পক্ষে স্ত্রী ইমরানা আক্তার কাকলী, দুই মেয়ে ব্যারিস্টার ফারিয়া জামান, ফাবিয়া জামানসহ ২০ দলীয় জোটের কর্মী-সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। তবে ধানের শীষের প্রচারে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতারা অনেকটাই নীরব।

নড়াইল-২ আসনের অন্য প্রার্থীরা হলেন এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান (মিনার) ও সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী। তবে নির্বাচনী মাঠে তাঁদের কার্যক্রম তেমন চোখে পড়ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগপ্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা খেলা নিয়ে ব্যস্ত থাকায় নির্বাচনী এলাকায় আসতে পারেননি। তবে তাঁর পরিবারের সদস্যরাসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোটের মাঠে ব্যাপক কাজ করছেন। অন্যদিকে বিএনপির বেশির ভাগ নেতাকর্মী এখনো জোটের সমর্থনে মাঠে নামেনি। এ নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন।

জেলা বিএনপির সহসভাপতি আকরামুজ্জামান মিলু বলেন, ‘কিছু সুবিধাভোগী নেতা মাঠে নেমে কাজ করছেন না। অথচ দল ক্ষমতায় এলে কেউ মেয়র, কেউ উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এই নেতাদের চিহ্নিত করে রাখা হবে।’

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা বলেন, তাঁদের ওপর প্রশাসনিক চাপ রয়েছে। মিছিল-মিটিং বা গণসংযোগে অংশ নিলে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, বিএনপি করার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভা, সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২। এ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ১৭ হাজার। নড়াইল-২ আসনে ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগপ্রার্থী জয় পান। ২০১৪ সালে মহাজোটের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ হাফিজুর রহমান এমপি। অন্যদিকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ ও ২০০১ সালের উপনির্বাচনে বিএনপি প্রার্থী বিজয় লাভ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD