বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স:সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুন্না আহমদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মুন্না উপজেলার গঙ্গারজল এলাকার বাসিন্দা।
রোববার (২ আগস্ট) দিনগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আগেন দিন রোববার (২ আগস্ট) তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে থানাহাজতে রাখা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, নিহত মুন্নার বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে।
তিনি আরও জানান, গতরাতে মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এতে ৭/৮ জন পুলিশ আহত হয়েছেন। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে মুন্নার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।