শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
বরিশালে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নগরীর কাশিপুর থেকে কয়শে সরদার সাব্বরি, মোঃ কামাল সরদার ও রনিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে এয়ারর্পোট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়।
এদিকে গোপন সংবাদরে ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ কাউনিয়া থানাধীন চর আবদানী থেকে পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম এর বাসার পশ্চিম পাশে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা হাওলাদারকে গ্রেফতার করেন এবং অপর আসামী মোঃ সাইফুল ইসলাম সুকৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোবাইল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনা সংক্রান্তে আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়।