শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
র্যাব ৮ এর অভিযানে পটুয়াখালী জেলার গলাচিপা থেকে অস্ত্র, গুলি ও জালনোট সহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার র্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার গলাচিপা থানাধীন ৮নং বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামে অভিযান চালিয়ে শাহিন মাতুব্বরকে আটক করা হয়।
এসময় তার কাছ ১ টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড কাতুর্জ এবং ৩টি ৫শ টাকার জালনোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্র ও জাল টাকার ব্যবসায়ী বলে জানায় র্যাব।