শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
বরিশাল নগরের সিটি মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব -৮ এর সদস্যরা।
আটককৃতরা হলো নগরের আগরপুর এলাকার বাসিন্দা মোঃ নজরুল খান (২২), বাকেরগঞ্জ উপজেলার হানুয়া এলাকার মোঃ সোহেল হাওলাদার (২৮) ও রবিপুর এলাকার মোঃ সুলতান আহম্মেদ বাবু (২৫)। আটকের সময় তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়, এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।